| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী কামরাঙ্গীরচর হাফেজ্জী হুজুর মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের ঢল


কামরাঙ্গীরচর হাফেজ্জী হুজুর মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের ঢল


শেখ আশরাফুল ইসলাম     07 June, 2025     01:07 PM    


মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়া সংলগ্ন হাফেজ্জী হুজুর জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাতে মুসল্লিদের ঢল নেমেছে। 

ঈদের জামায়াত উপলক্ষ্যে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন। মুসল্লিদের আধিক্যের কারণে এই মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৬টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মসজিদটির খতিব ও জামিয়া নূরিয়ার পরিচালক মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর পুত্র হাফেজ মাওলানা ওমর মিয়াজী।

প্রতিটি জামাতে মুসল্লিদের উপচে পরা ভিড় ছিল। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাদের।

ঈদের জামাত উপলক্ষ্যে হাফেজ্জী হুজুর জামে মসজিদ প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। দুটো জামাতেই শীর্ষস্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা